মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজার শহরে বাজার সিন্ডিকেট ভাঙার লক্ষ্যে ‘বিনা লাভের বাজার’ উদ্বোধন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌমুহনা এলাকায় অনুষ্ঠিত এই বাজারে সাধারণ মানুষকে ন্যায্যমূল্যে কৃষিপণ্য সরবরাহ করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাজারে বেগুন ৬০ টাকা, মুলা ৪০ টাকা, লাউ ৩০ টাকা, কুমড়া ৩০ টাকা, পটল ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, মরিচ ১৩০ টাকা, শসা ৩০ টাকা এবং ধনে পাতা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারের তুলনায় এখানে প্রতিটি পণ্যের দাম ২০-৩০ টাকা কম।
ক্রেতারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একাধিক ক্রেতা জানান, সাধারণ বাজারে সবজির দাম কেজি প্রতি ২০-৪০ টাকা বেড়ে গেছে। তবে এখানে কম দামে সবজি পেয়ে তারা খুশি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি জাকারিয়া ইমন বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে ভোক্তাদের স্বার্থ রক্ষা করা। পাইকারি বাজার থেকে ভোক্তা পর্যন্ত মূল্যের ব্যবধান কমানোর উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
সামায়েল রহমান, জেলা ছাত্র প্রতিনিধি, জানিয়েছেন, “নিত্যপ্রয়োজনীয় ১৫ প্রকারের শাকসবজি নিয়ে আমরা এই কার্যক্রম শুরু করেছি। আজ সকাল থেকে প্রায় ৫০০ ক্রেতা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করেছেন।”
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন এহসান জাকারিয়া, যিনি জানান, “লুটেরা সরকারের সিন্ডিকেট এখনও ভাঙা সম্ভব হয়নি। সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে আমরা এই বাজারের আয়োজন করেছি এবং দ্রব্যমূল্য স্বস্তিতে না আসা পর্যন্ত আমরা সহযোগিতা করবো।”
এদিকে, আগামী এক সপ্তাহ পর্যন্ত এই বাজার চালু থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন। ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার উদ্দেশ্যে এই উদ্যোগ সফল হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।