নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জাতীয় ওলামা মাশায়েখ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলাবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন ছিলো।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জাতীয় ওলামা মাশাখে আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুর রহমান, নওগাঁ জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম ও সদস্য জামাল উদ্দিন।
সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন নওগাঁ জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নাজমুল ইসলাম। এছাড়া সম্মেলনে অন্যান্যরা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন জেলা ওলামার সভাপতি মাওলানা মোশারফ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী আন্দোলন বেগবান করতে সকলকে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। সম্মেলনে নওগাঁ জেলার ওলামা বৃন্দ উপস্থিত ছিলেন।