ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের পেট্রোলপাম্প মোড়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেককে ফুলেল শুভেচ্ছা জানাতে এসে এ হামলার শিকার হন বিএনপির নেতাকর্মীরা। পিরোজপুর থেকে বরিশাল যাওয়ার পথে এমএ মালেকের জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে ছিলেন জেলা বিএনপির সদস্যরা।
জানা গেছে, হামলার সময় বিএনপির জেলা, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। অন্ধকারের মধ্যে তাদের ওপর হামলা চালানো হয়, ফলে হামলাকারীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল ও স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জামালও রয়েছেন।
মতিয়া মাহফুজ জানান, “আমরা নেতাকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলাম। হঠাৎ করেই পেছন থেকে হামলা শুরু হয়।” জামাল বলেন, “অন্ধকারে হামলার চেহারা দেখা সম্ভব হয়নি।” হামলার পর বিএনপির দফতরের দায়িত্বে থাকা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, “এ ঘটনা তদন্ত করা উচিত।”
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার সঙ্গে বিএনপির নিজেদের মধ্যে সংঘর্ষেরও জড়িয়ে থাকতে পারে।