ঢাকা : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (২৮ অক্টোবর,২০২৪)  দেশবাসীকে অনলাইনে আয়কর দিতে অনুপ্রাণিত করেছেন। তিনি জানিয়েছেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের সব সরকারি কর্মকর্তা-কর্মচারী ও কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তাদের জন্য এখন থেকে অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি বলেন, “সরকারের কাছে করের টাকা জমা দিতে নানা ঝামেলা পোহাতে হয়। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই আপনি আয়কর জমা দিতে পারবেন।”

ড. ইউনূস আরও বলেন, অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করতে হবে এবং তরুণদের এ বিষয়ে সহায়তার জন্য উৎসাহিত করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, সরকারের এই উদ্যোগে করদাতাদের অভিজ্ঞতা আরও মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *