বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত জানিয়েছেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার কোনো দাবি রিটে নেই। তারা সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।
সারজিস আলম ও হাসনাত বলেন, “আমরা দুটি রিট করেছি। প্রথম রিটে দাবি করা হয়েছে, আওয়ামী লীগের বিগত তিনটি নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো ফিরিয়ে দিতে কেন বাধ্য করা হবে না। দ্বিতীয় রিটে বলা হয়েছে, মামলার রায় না হওয়া পর্যন্ত তাদের সকল রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখা হবে।”
তারা স্পষ্ট করে উল্লেখ করেন যে, রিটে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার কোনো উল্লেখ নেই।