নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটনের সাবেক কমিশনার গোলাম ফারুক খোন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ২টা ৪৫ মিনিটে টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংকক যাওয়ার সময় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়।
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার পালানোর খবর পুলিশকে জানানো হয়। তবে শীর্ষ পুলিশ কর্মকর্তাদের ফোন বন্ধ পাওয়া যায়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। গোলাম ফারুকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে। তিনি বাংলাদেশি নাগরিক হলেও যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী।