ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ২৭ অক্টোবর। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। প্রথম কমিটি গঠন করা হয় আবুল কাশেমকে আহ্বায়ক করে, পরে আবুল কাশেম সভাপতি এবং সাইফুর রহমান সাধারণ সম্পাদক হন।

যুবদলের নেতৃত্ব দিয়েছেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব ও সুলতান সালাউদ্দিন টুকু। বর্তমানে সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেমন সকাল ১১টায় জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং বেলা ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প। এছাড়াও সারাদেশে পোস্টার সাঁটানো হয়েছে।

এবছর ৯ জুলাই যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নতুন সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।

উল্লেখ্য, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদলের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয়  সভাপতি,সাধারণ সম্পাদক  অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *