ডেস্ক রিপোর্ট ॥ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ফররুখ আহমদের ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৭শে অক্টোবর) বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ফররুখ আহমদের ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির সংস্কৃতি পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. সরকার আমিন। তিনি ফররুখ আহমদকে বাংলা কবিতার গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, “তাঁকে আমরা অর্জন করেছি; একই সঙ্গে তাঁকে ধারণ করা বাংলা কবিতার জন্য জরুরি।”
‘ফররুখ আহমদকে আমরা কীভাবে পড়ব’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ড. কুদরত-ই-হুদা। তিনি বলেন, “ফররুখকে অস্বীকার করলে এই জনগোষ্ঠীর এক সময়ের আত্মপ্রতিষ্ঠার সংগ্রামকে অস্বীকার করা হয়। ফররুখ আমাদের বহুস্বর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্বর হিসেবে আদরণীয় হোক- এই আমাদের প্রত্যাশা।”
আলোচনায় অংশগ্রহণ করেন কবি ও বাংলা একাডেমির ফেলো আবদুল হাই শিকদার এবং কবি সোহেল হাসান গালিব। তাঁরা ফররুখ আহমদের সময় ও স্বদেশের গুরুত্ব তুলে ধরেন, এবং উল্লেখ করেন যে ফররুখ বাংলা কবিতার আকাশে এক দীপ্ত নক্ষত্র।
ফররুখ আহমদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন কবিপুত্র সৈয়দ ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, “বাংলা একাডেমির প্রতিষ্ঠালগ্ন থেকে ফররুখ আহমদের সঙ্গে নিবিড় নৈকট্য অনুভব করেছে।”
সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি বলেন, “ফররুখ আহমদের কবিতাস্বরের মধ্যে এমন এক অন্যতার শক্তি আছে যা তাঁকে সমসাময়িক কবিদের মধ্যে বিশেষ স্থান দান করেছে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক কাজী রুমানা আহমেদ সোমা। অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয় এবং ফররুখ আহমদের কাজের প্রতি নতুন আগ্রহ ও ভাবনা সৃষ্টি করে।