বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের কালাবদর নদীতে রোববার (২৭ অক্টোবর) এক অভিযান পরিচালনা করে ২৯ জন জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। এসব জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিলেন। অভিযানে অংশ নেয় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযানের সময় পাঁচ হাজার মিটার জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশের সামুদ্রিক ও জলদস্যু সম্পদ রক্ষার লক্ষ্যে সরকারের এ ধরনের অভিযান চলমান থাকবে।

ইলিশ শিকার নিষিদ্ধ সময়ের মধ্যে এ ধরনের কর্মকাণ্ড আইনগতভাবে শাস্তিযোগ্য, এবং এটি সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় বাধা সৃষ্টি করে। সরকার নিষেধাজ্ঞা জারি করার মাধ্যমে ইলিশের প্রজনন ও পুনরুদ্ধারে সহায়তা করতে চায়।

অভিযানের উদ্দেশ্য হলো স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, যাতে তারা ইলিশের শিকার বন্ধ করে এবং পরিবেশের সুরক্ষায় সহায়তা করে। মৎস্য অধিদপ্তর স্থানীয়দের সহায়তা কামনা করছে যাতে এ ধরনের কার্যকলাপ রোধ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *