প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হক বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পেয়েছেন। আগামী তিন বছরের জন্য তাকে এই পদে মনোনীত করেছে অন্তর্বর্তী সরকার। তিনি সেলিনা হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।

৮৪ বছর বয়সী ফজলুল হক জীবনের চার দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি ‘রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটি’র আহ্বায়ক এবং সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার জন্য সোচ্চার।

সেলিনা হোসেন ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি সভাপতির দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৭ অক্টোবর পদত্যাগ করেন।

ফজলুল হক তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি এখনো চিঠি হাতে পাইনি, তবে যারা আমাকে এই পদে মনোনীত করেছেন, তাদের ধন্যবাদ জানাই। বাংলা একাডেমি আমাদের বুদ্ধিবৃত্তিক মননের জাতীয় প্রতিষ্ঠান, যা সংকীর্ণ লোকজনের কারণে দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে এটি যেন জাতীয় প্রতিষ্ঠান হয়ে থাকতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *