ডেস্ক রিপোর্ট ॥ যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শনিবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূর এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে জানিয়েছেন, সুষ্ঠু তদন্তের জন্য মঈন আব্দুল্লাহর ১০ দিনের রিমান্ড প্রয়োজন। শুনানির পর আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে মঈন আব্দুল্লাহকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার সূত্র অনুযায়ী, বিএনপি ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে মহাসমাবেশের ডাক দেয়। একইদিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশের ডাক দেয়। এদিন বিএনপির সমাবেশে হামলা ও সংঘর্ষের ঘটনায় যুবদল নেতা শামীম নিহত হন। ঘটনার পর ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, মঈন আব্দুল্লাহর রাজনৈতিক পরিচয় এবং তার পিতার প্রভাবের কারণে এই মামলার দিকে জনগণের নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *