ঢাকা : (২৪ অক্টোবর ২০২৪)বৃহস্পতিবার উত্তরায় ছাত্র সমন্বয়কের ভুয়া পরিচয়ে এক বাসায় প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা-পশ্চিম থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো মোঃ মারুফ হাসান পল্লব (৩২) এবং আব্দুল্লাহ আল মামুন সজিব (২৬)। তাদের কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালঙ্কার, এক লক্ষ টাকা, একটি পাসপোর্ট এবং লুটের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ১৮ অক্টোবর সকালে ৯-১০ জন দুর্বৃত্ত উত্তরা ১২নং সেক্টরের শাহ মখদুম এভিনিউ রোডের একটি ফ্ল্যাটে প্রবেশ করে ম্যানেজারকে জিম্মি করে। তারা নিজেকে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে ফ্ল্যাটের ভেতর প্রবেশ করে এবং সিসিটিভি ক্যামেরার ডিভিআর খুলে ফেলে।
দুর্বৃত্তরা ড. মমতাজ শাহানারার কাছে ২৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি অস্বীকৃতি জানালে, তারা ৮৩ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫ লক্ষ টাকা লুট করে নেয়।
২০ অক্টোবর ড. মমতাজ থানায় মামলা দায়ের করেন। এরপর সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
২২ অক্টোবর, মারুফ হাসান পল্লবকে গ্রেফতার করা হয়, যিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে সজিবকেও গ্রেফতার করা হয়।
এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।