সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজকের বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশ নিতে পারবেন। এই সিদ্ধান্ত "সরকারি চাকরি আইন, ২০১৮"-এর আওতায় আসবে।
চাকরিপ্রত্যাশীরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে গত ৩০ সেপ্টেম্বর একটি কমিটি গঠন করা হয়েছিল, যার প্রধান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী। এই কমিটি ১৪ অক্টোবর সরকারের কাছে ৩৫ বছর (পুরুষ) এবং ৩৭ বছর (নারী) বয়স বৃদ্ধির সুপারিশ জানায়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া হয়।