নিজস্ব প্রতিবেদক :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নাম ভাঙিয়ে সংগঠন গঠনের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে কোনো সংগঠন গঠন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিজভী অভিযোগ করেছেন যে, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে বিএনপির নাম ভাঙিয়ে কিছু কুচক্রী মহল লুটপাট ও চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়েছে। তিনি বলেন, “পৃথিবী কাঁপানো এক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছে ছাত্র-জনতা। এই ফ্যাসিস্টকে সরাতে অনেককে রক্ত আর প্রাণ দিতে হয়েছে।”
রিজভী বলেন, বিএনপির স্বীকৃত অঙ্গ সংগঠনের বাইরে বিভিন্ন পেশাজীবীদের সংগঠন রয়েছে, যেমন ডাক্তারদের সংগঠন ড্যাব, ইঞ্জিনিয়ার ও কৃষিবিদদের সংগঠন অ্যাব, এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। তিনি জানান, এই সংগঠনগুলোর মধ্যে থেকে কেউ যদি ভুঁইফোড় সংগঠনের ব্যানারে কাজ করেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রিজভী বর্তমান সরকারের প্রতি অভিযোগ করে বলেন, দেশের অর্থনৈতিক অবস্থার প্রতি নজর দেওয়ার জন্য সরকারের কোনও কার্যকরী পদক্ষেপ নেই। “দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে সরকার এখনও ব্যর্থ,” তিনি বলেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার কথা উল্লেখ করে বলেন, “আমাদেরকে কেন পরনির্ভরশীল হতে হবে?”
রিজভী এ সময় দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য সরকারের দায়িত্ব পালনের উপর জোর দেন এবং হতাশা প্রকাশ করে বলেন, “খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ বাঁচতে পারবে না যদি সরকার সিন্ডিকেট ভাঙতে না পারে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, ঢাবির অধ্যাপক সাইফুল ইসলাম, যুবদলের সাবেক নেতা এসএম জাহাঙ্গীর প্রমুখ।