মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মেয়াদোত্তীর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে শহরের চৌমুহনা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেন হিমু।

মানববন্ধনে বক্তারা জানান, ২০১৭ সালের ২৪ মে অনুষ্ঠিত নির্বাচনের পর, তিন বছরের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ২০২০ সালের ২৪ মে শেষ হলেও, এখনো নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নেতৃবৃন্দ গঠনতন্ত্র লঙ্ঘন করে সমিতির কার্যক্রম পরিচালনা করছেন, যা সাধারণ ব্যবসায়ীদের মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

গত আগস্টে ছাত্রজনতার গণঅভুত্থানের পর সরকারের সংস্কারমূলক উদ্যোগগুলোর প্রশংসা করেন বক্তারা, তবে ব্যবসায়ী সমিতির স্বাধীনতা এখনও স্বৈরাচারী আদর্শের অধীনে রয়েছে বলে উল্লেখ করেন। বক্তারা জানান, তারা ইতোমধ্যে প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানের কাছে স্বারকলিপি দিয়েছেন, তবে দাবিগুলো উপেক্ষিত রয়েছে। আগামী নভেম্বর মাসে সাধারণ সভা আয়োজন করে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *