মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশ অভিযান চালিয়ে তিনজন ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে।
বুধবার (২৩ অক্টোবর) শ্রীমঙ্গল থানার এসআই জাকির হোসেন ও এসআই শ্যামল কুমার নন্দীর নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামিদের মধ্যে সুমন পাল, মোঃ অপু মিয়া এবং নিজাম উদ্দিন রয়েছেন। সুমন পাল কালাপুর ইউনিয়নের বাগলপুর গ্রামের মৃত মহন পালের ছেলে, অপু মিয়া মাজদিহি এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে এবং নিজাম উদ্দিন মতিগঞ্জ গ্রামের আম্বর উদ্দিনের ছেলে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেনের দিক-নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।