বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ অক্টোবর,২০২৪) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদন করার পর, তার আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত (২১ অক্টোবর ২০২৪) রাত দেড়টার দিকে মিরপুর ৬ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বাদী, মিরপুরের বাঙালিয়ানা ভোজ হোটেলের সহকারী বাবুর্চি হৃদয় মিয়া, আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন এবং ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।