সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা আগামীকাল ২১ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছেন। শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণাও করা হয়েছে।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে ৩৫-এ চাকরির প্রত্যাশীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের দাবি অগ্রাহ্য করা হচ্ছে এবং তাদের ওপর হামলার মতো ঘটনা ঘটেছে। প্রতিনিধি খাদিজা আক্তার বলেন, “আমরা ১২ বছর ধরে এ দাবি জানিয়ে আসছি। ৩৫ বছর আমাদের প্রাণের দাবি।”
আন্দোলনকারীরা বলেন, যদি আগামীকাল প্রজ্ঞাপন না হয়, তবে তাদের কর্মসূচি কঠোরতর হবে। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর একটি কমিটি গঠন করা হয় এই দাবির পর্যালোচনার জন্য, যার প্রধান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী। তিনি জানালেন, পুরুষের জন্য ৩৫ বছর এবং নারীদের জন্য ৩৭ বছর বয়সসীমার সুপারিশ করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে।