মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত মহিলা আসামিসহ মোট ৩জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ২১ অক্টোবর থানার এসআই সুব্রত চন্দ্র দাস ও এসআই অলক বিহারী গুণ সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জিআর ০৬/২০১০(শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামী আং রহিম, সিআর ৫০৮/২৩ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামী লক্ষী তাঁতী এবং রুনা তাঁতীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত  আং রহিম শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়ন (নোয়াবাড়ি) এলাকার আং রহমান এর পুত্র, লক্ষী তাঁতী উপজেলার টিপরাছড়া চা বাগানের অরুন তাঁতীর স্ত্রী এবং রুনা তাঁতীকে একই এলাকার মঙ্গল তাঁতীর স্ত্রী।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেনের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল আনিসুর রহমানের তদারকীতে আমরা ওয়ারেন্টভূক্ত মহিলা আসামিসহ ৩জনকে গ্রেফতার করেছি।

গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সোমবার দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *