ঢাকা :সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন, তাদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার।
(২১ অক্টোবর,২০২৪) সোমবার দুপুরে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় থেকে শুরু করে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন, যার ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে তাদের দাবি তুলে ধরেন, যেমন: ‘টু জিরো টু ফোর-অ্যাফিলিয়েটেড নো মোর’ এবং ‘শিক্ষা না বাণিজ্য’। তাদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের অধিভুক্তকরণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং ঢাবির সেবা নিয়ে অসন্তুষ্ট।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চান না এবং স্বতন্ত্র প্লাটফর্মের দাবি করছেন। শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার জন্য কোনো কমিটি বা কমিশন গঠন করার আশ্বাস চেয়েছেন।