মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ৯জনকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার এসআই আমিনুল ইসলাম, এসআই সুজন কান্তি পাল, এসআই সুব্রত চন্দ্র দাস, এসআই মহিবুর রহমান, এসআই সজীব চৌধুরী, এএসআই মোঃ নজরুল ইসলাম ও এএসআই আরিফুল ইসলাম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় ২০ অক্টোবর অভিযান পরিচালনা করে সিআর ১৭০/২২ (শ্রীমঙ্গল) সাজা পরোয়ানা এর পলাতক আসামী মোঃ কুতুব আলী (৫৪), সিআর ৬৫/২৩ (শ্রীঃ) এর আসামী জমির মিয়া, দায়রা-26/15 (শ্রীঃ) এর আসামী আরজু মিয়া, এনজিআর 02/24 (শ্রীঃ) এর আসামী রবিন বনিক (২৫), জিআর ২০৩/১৬ (শ্রীঃ) এর সাজাপ্রাপ্ত আসামী দানু মিয়া, জিআর ১১০/২৪ (শ্রীঃ) এর আসামী মোঃ আসাদ আলী (২৪), জিআর 122/22(শ্রীঃ) এর আসামী মোঃ কোরবান আলী, জিআর-63/2৪(শ্রীঃ) এর আসামী সোহেল শেখ, কালু শেখ মোঃ কালু মিয়াকে (৩০) এবং জিআর 55/24 (শ্রীঃ) এর আসামী মিজানুর রহমান (৩৫)কে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, মৌলভীবাজার পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেনের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল আনিসুর রহমানের তদারকীতে শ্রীমঙ্গল উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৯জন আসামিকে গ্রেফাতর করে আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।