রাজধানীর রামপুরার একটি বাসা থেকে নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রামপুরা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক ধারণা অনুযায়ী, অন্তত চারদিন আগে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান জানান, মনি কিশোর ওই বাসায় একাই থাকতেন এবং গত কয়েকদিন ধরে তার কোনো সাড়া পাওয়া যায়নি। বাড়িওয়ালা বাসাভাড়া নিতে গেলে ফ্ল্যাটটি লক করা দেখতে পান। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠানো হয়েছে।
মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন এবং তার জনপ্রিয় কিছু গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, এবং ‘তুমি শুধু আমারই জন্য’ উল্লেখযোগ্য।