জয়পুরহাট প্রতিনিধি ॥ জয়পুরহাটের পাঁচবিবিতে গরু ঘাস কেটে বাড়ি ফিরা হলো না মোহাম্মদ স্বাধীন (১৬) নামে এক কিশোরের। বাড়ি ফিরার পথেই ছোট যমুনা নদীতে ঘাসের বস্তাসহ তলিয়ে নিখোঁজ হয়েছেন।
আজ রোববার দুপুরে উপজেলার আটাপাড়া ব্রীজের ৪০০/৫০০ গজ অদূরে নুনিয়াপড়া ঘাটে এঘটনা ঘটে। নিখোঁজ স্বাধীন চেঁচড়া গ্রামের নজু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান,দুপুরে স্বাধীন গরু জন্য ঘাস কেটে পূর্ব দিক থেকে ঘাসের বস্তাসহ সাতার দিয়ে পশ্চিম দিকে আসছিলেন। নদী পারাপারের সময় স্্েরাতের তোরে পানির নিচে তলিয়ে নিখোঁজ হয়েছে।
এরপর স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে না পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালাচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ ঘন্টা পেরিয়ে গেলেও কিশোর স্বাধীনকে খুঁজে পাওয়া যায়নি।