ঢাকা : রাজধানীর শাহবাগ মোড়ে চাকরি জাতীয়করণের দাবিতে অবরোধ করেছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আন্দোলনে কয়েকশো কর্মচারী জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করতে গিয়ে তাঁরা বৈষম্যের শিকার হচ্ছেন এবং যে কোনো সময় তাঁদের চাকরি চলে যেতে পারে। তাঁরা জানান, কাজ না করলে বেতনও পান না এবং চাকরি স্থায়ীকরণের বিষয়ে কোনো নির্দেশনা না আসলে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে।
বিশৃঙ্খলা রোধে শাহবাগ মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।