রাজধানীর দারুস সালাম থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি টিম। গ্রেফতারকৃতরা হলো মোঃ সাজ্জাদ হোসেন (২৮), মোঃ সবুজ মিয়া (২০), মোঃ কাউছার (২৬) ও মোঃ ওসমান গনি (২৫)।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮টি চাকু, ৫টি রামদা, ৪টি হাসুয়া এবং ১টি সাদা প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়। শুক্রবার (১৮ অক্টোবর,২০২৪) ভোর ৪:১৫ টার দিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন সিটি কলোনিতে এই অভিযান পরিচালনা করা হয়।
দারুস সালাম থানা সূত্রে জানা যায়, ভোর ৩:৩০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ওই এলাকায় ৮/১০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে চারজনকে গ্রেফতার করা হয়, কিন্তু ৫/৬ জন ডাকাত পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।