ঢাকা : রাজধানীর বাড্ডা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪টি হত্যা মামলার এজাহারভুক্ত আসামী গোলাম সারোয়ার পিন্টু (৪৪) গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

শুক্রবার রাত ১০:৩০ টায় উত্তর বাড্ডার স্বাধীনতা সরণি বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, পিন্টু ২০ ও ২১ আগস্ট ২০২৪ তারিখে ভিকটিম হাফিজুল ও সুমন শিকদার হত্যার ঘটনায় দায়েরকৃত দুটি মামলার এজাহারভুক্ত আসামী। এছাড়া ১ ও ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মোঃ সিরাজুল ব্যাপারী ও সোহাগ মিয়া হত্যার ঘটনায় আরও ২টি মামলা রয়েছে। ৮ সেপ্টেম্বর রুবেল মিয়া বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

মামলাগুলোর তদন্তের ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পিন্টুকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *