ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ১৮ অক্টোবর ২০২৪, শুক্রবার জাপান সফর শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন।

তিনি চীফ অব স্টাফ অব জাপান সেল্ফ ডিফেন্স ফোর্স, জেনারেল উচিকুরা হিরোয়াকির আমন্ত্রণে ১৪-১৮ অক্টোবর ২০২৪ তারিখে জাপান সফর করেন। সফরকালে তিনি ‘Air Force Forum in Japan (AFFJ)’ এবং ‘Indo-Pacific Air Chiefs Conference in Tokyo (InPACT)’সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত  সহযোগিতার সুযোগ বৃদ্ধি পাবে। সম্মানিত বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং দুই সফরসঙ্গীসহ ১৪ অক্টোবর ঢাকা ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *