ঢাকা : অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন, ২০২৫ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল জানিয়েছেন, সরকারের পরিকল্পনা রয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন সম্পূর্ণরূপে বাতিল করার। তিনি উল্লেখ করেছেন, এই আইন সম্পর্কে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে।
বিগত সরকারের সময় গায়েবি মামলার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বর্তমানে যারা নির্যাতনের শিকার হয়েছিল, তারাই ঢালাও মামলার মাধ্যমে প্রতিকার চাইছেন। তিনি নিশ্চিত করেছেন যে, অন্তর্বর্তী সরকার এই বিষয়ে সতর্ক থাকবে যেন নিরীহ ব্যক্তিরা শাস্তি না পান।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, “বন্যার কারণে ডিমের সাপ্লাই কমেছে এবং এই পরিস্থিতির কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।”
৭০ দিন দায়িত্ব পালন করার পর তিনি জানান, কিছু ভুল হতে পারে, তবে নীতিগত ভুল ছাড়া ব্যক্তিগত স্বার্থে কোনো কাজ করেননি।