(১৭ অক্টোবর ২০২৪) বৃহস্পতিবার সন্ধ্যা ৭:০০ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিনিধিদের সাথে পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিমের নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নিসচার প্রতিনিধিরা হকারমুক্ত ফুটপাত, নাম্বারবিহীন সিএনজি নিষিদ্ধকরণ, জেব্রা ক্রসিং স্থাপন, সিএনজি পার্কিং নির্ধারণ, ব্যাটারি চালিত অটোরিকশার নিষেধাজ্ঞা এবং আধুনিক ট্রাফিক সিগনাল স্থাপনের দাবি তুলে ধরেন।
পুলিশ কমিশনার সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, সড়ক নিরাপদ করার জন্য নিসচার দাবিগুলো যুক্তিসংগত। তিনি হকারমুক্ত ফুটপাত উচ্ছেদের জন্য পুলিশ এবং সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করছে উল্লেখ করেন। তিনি জনগণকে সড়ক দুর্ঘটনা রোধে সচেতন ও আইনসম্মত থাকার আহ্বান জানান।
সভায় উপ-পুলিশ কমিশনার ও নিসচার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হবে।