আজ (১৮ অক্টোবর ২০২৪)শুক্রবার , র্যাব-১০ রাজধানীর ডেমরা এলাকা থেকে আনুমানিক ১২ লক্ষ টাকা মূল্যমানের ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম সারুলিয়া ডেমরা চৌরাস্তা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সেখানে সন্দেহজনক পিকআপের উপস্থিতিতে র্যাব সদস্যরা পিকআপটিকে থামাতে সিগন্যাল দেয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা গাঁজা বহনের কথা স্বীকার করে।
গ্রেফতারকৃতদের নাম হলো মোঃ খলিল মিয়া (৩৭) ও মোঃ হাসান শিকদার (২৪)।
তাদের কাছ থেকে গাঁজা ছাড়াও মাদক বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।