দেশের ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেক (হাফি.) কে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সরকারের উচ্চ পর্যায় থেকে তার নিয়োগের অনুমোদন প্রদান করা হয়। মুফতি আবদুল মালেক ইসলামী স্টাডিজ, হাদিস ও ফিকহে ইসলামি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং তিনি বিশ্বখ্যাত ইসলামি পন্ডিত মুফতি বিচারপতি তাকী ওসমানী (হাফি.) এর শিষ্য।

তিনি আরব বিশ্বের শীর্ষ ইসলামি পন্ডিত শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ’র অধীনে উচ্চতর গবেষণা পরিচালনা করেন।

মুফতি আবদুল মালেক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণসহ বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় ১৬টি গ্রন্থ রচনা করেছেন। তার তত্ত্বাবধানে প্রকাশিত মাসিক আল-কাউসার গবেষণা পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *