শুক্রবার, (১৮ অক্টোবর ২০২৪) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। দিনটির প্রথম পর্বে সকাল ১০ টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজার জিয়ারত করা হবে।
এরপর বিকেল ৩ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এই সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তার সহধর্মিণী ভার্চুয়ালি যুক্ত থাকবেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। সম্মানিত অতিথিদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, পররাষ্ট্রনীতি বিশ্লেষক অধ্যাপক এম শাহীদুজ্জামান, এবং সাবেক রাষ্ট্রদূত এসএম রাশেদ আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন জেডআরএফ'র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
২৫ বছর পূর্তিতে জেডআরএফ মানবতার দীক্ষা ও শহীদ জিয়ার শিক্ষা প্রসারে নিবেদিত। এটি একটি স্মরণীয় দিন হতে যাচ্ছে, যা শহীদ জিয়ার অবদান ও আদর্শকে নতুন করে উদ্ভাসিত করবে। সকলের সহযোগিতা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হবে, এই আশা করছে সংগঠনটি।