সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার স্ত্রী দিলশাদ নাহার কাকলীর বিদেশে যাওয়ার ওপর আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর, ২০২৪) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
দুদকের উপ-পরিচালক মো. জাকারিয়া আদালতে এ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আজিজ আহমেদের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার এবং বিভিন্ন দেশে ব্যবসা ও বাড়ি কেনার অভিযোগ রয়েছে।
জানা গেছে, তিনি ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন। তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে, তার ভাই হারিস ও জোসেফের নাম বদলে পাসপোর্ট করার বিষয়ে তার সহযোগিতা ছিল।
২০২১ সালের ২৩ জুন অবসরে যাওয়ার পর, দুর্নীতির অভিযোগের কারণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফলে তিনি ও তার পরিবার যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।