আগামীকাল (১৭ অক্টোবর, ২০২৪) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’ ২০২৪। মহাত্মা লালন সাঁইজির ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে এই উৎসব আয়োজন করা হচ্ছে ঢাকায়।
আজ (১৬ অক্টোবর, ২০২৪)বুধবার বিকেলে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদের নেতৃত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহাপরিচালক জানান, উৎসবের ব্যয়ের হিসাব একাডেমির ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, (১৭ অক্টোবর,২০২৪)বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ।
দ্বিতীয় দিন (১৮ অক্টোবর): সাধুমেলা “মানুষ ভজলে সোনার মানুষ হবি”।
তৃতীয় দিন (১৯ অক্টোবর):আলোচনা অনুষ্ঠান ‘জাতিসত্তার প্রশ্ন এবং বাউল-ফকির পরিবেশনার রাজনীতি’ এবং লালন স্মরণোৎসব ‘ধরো মানুষ রূপ নেহারে’।
উৎসবের উদ্দেশ্য হলো লালন সাঁইয়ের অসাম্প্রদায়িক দর্শন ও জাতিভেদ বিরোধী ভাবধারা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।