হাইকোর্টের ১২ বিচারপতিকে দুর্নীতি ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর হিসেবে অভিযোগ উঠায় ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের দাওয়াত দিয়ে বিষয়টি জানিয়ে দেন। এ পর্যন্ত ছয় বিচারপতি প্রধান বিচারপতির সঙ্গে চায়ের দাওয়াতে উপস্থিত হয়েছেন।তারা হলেন

 

বিচারপতি এসএম মনিরুজ্জামান, খোন্দকার দিলীরুজ্জামান, মো. আক্তারুজ্জামান, শাহেদ মো. নুরউদ্দিন, এসএম মাসুদ হোসেন দোলন ও মো. আমিনুল ইসলাম এ দাওয়াতে অংশ নেন। অন্যদিকে, খুরশীদ আলম সরকারসহ অন্যদের ছুটিতে পাঠানো হবে বলে জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হাইকোর্ট ঘেরাও করে। তারা বিভিন্ন স্লোগানে দলের বিরুদ্ধে পদত্যাগের দাবি জানায়। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে হাইকোর্ট প্রাঙ্গণ। তারা দাবি করেন, হাইকোর্ট বিভাগের ‘দলবাজ ও দুর্নীতিবাজ’ বিচারকদের দুপুর ২টার মধ্যে পদত্যাগ করতে হবে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিএনপি সমর্থক আইনজীবীরাও বিচারপতিদের পদত্যাগের দাবিতে সমাবেশ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *