নরসিংদীতে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবার’ প্রতিনিধিদল শহীদ পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানায়।
আজ(১৭ অক্টোবর , ২০২৪) বৃহস্পতিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নেতৃত্বে প্রতিনিধি দলটি শহীদ জুনায়েদ আল হাবিবের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। জুনায়েদ ছাত্রলীগের হামলায় নিহত হন এবং তার মৃত্যুতে বিএনপি পরিবারের পক্ষ থেকে সহমর্মিতা জানানো হয়।
বেলা ১২টায় রায়পুরায় শহীদ রাহাত, হাসান ও রুস্তমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলের নেতারা। একই দিন বিকেলে ১৫ বছর বয়সী শহীদ তাহমিদ তামিমের পরিবারের সাথেও সাক্ষাৎ করেন।
নরসিংদীর শিবপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ সিয়ামের কবর জেয়ারত করে ‘আমরা বিএনপি পরিবার’ দোয়া করেন।
রুহুল কবির রিজভী ফ্যাসিস্ট শাসকদের বিচার নিয়ে বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্টদের বিচার হবে।” তিনি আন্দোলনের নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, “নির্বাচনের নামে জটিলতা তৈরি মানে স্বাধীনতা বিরোধীদের মদদ দেয়া।” রিজভী দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করেন, বিশেষ করে আনুপাতিক নির্বাচনের বিষয়ে।
নরসিংদীতে বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।