রাজধানীর ২০টি স্থানে সরকারিভাবে ন্যায্যমূল্যে সবজিসহ কৃষি পণ্য বিক্রি শুরু হয়েছে। এসব স্থানে ১০টি কৃষি পণ্য পাওয়া যাচ্ছে ৬৫০ টাকায়।

আজ (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর সচিবালয়ের পাশে খাদ্য ভবনের সামনে ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রির উদ্বোধন করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এ সময় বিশেষ উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

১০টি কৃষি পণ্যগুলোর মধ্যে রয়েছে, ৫ কেজি আলু ১৫০ টাকা, ১ ডজন ডিম ১৩০ টাকা, ১ কেজি পেঁয়াজ ৭০ টাকা। এছাড়া ১ কেজি মিষ্টি কুমড়া, করলা, পটোল কচুরমুখী ও ১০০ গ্রাম কাঁচা মরিচ এবং ৩ কেজি পেঁপেসহ ২৫০ টাকা। আর ১ পিস লাউ ৫০ টাকা।

রাজধানীর খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়ের বাজার, রাজার বাগ, মুগদা-উত্তর, মুগদা-দক্ষিণ, পলাশী মোড়, হাজারী বাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণ খান, কামরাঙ্গির চর, রামপুরা ও ঝিগাতলায় এসব কৃষি পণ্য বিক্রি করা হচ্ছে। এসব পয়েন্টে সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত পণ্য বিক্রি করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে সবজি বিক্রির দায়িত্বে থাকবে কৃষি বিপণন অধিদপ্তর। মূলত ভেন্ডরের মাধ্যমে তারা সবজি বিক্রি করবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একজন ৬৫০ টাকায় ১০টি কৃষি পণ্য কিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *