রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (১৫ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ প্রথমে সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। তবে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক রাজ্জাকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ১৪ অক্টোবর রাতে রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার ব্যাংক হিসাব স্থগিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *