পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার কৃতি সন্তান মেজর জেনারেল মো. মাইনুর রহমান ১৪ অক্টোবর লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি বর্তমানে ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাইনুর রহমানকে নতুন করে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার এই পদোন্নতিতে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
মাইনুর রহমানের সামরিক ক্যারিয়ার অত্যন্ত প্রভাবশালী। তিনি ১৯৯১ সালে ২৪তম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং ২০২২ সালে মেজর জেনারেল পদে পদোন্নতি পান। ২০১০-১১ সালে তিনি জাতিসংঘ মিশনে ডি আর কঙ্গোতে একটি পদাতিক ব্যাটালিয়নের কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন, যা তার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
এর আগে তিনি কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করেন এবং ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতির উপ সামরিক সচিব হিসেবে কাজ করেন। ২০১৯ সালে তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের কার্লাইল শহরে মাস্টার্স ডিগ্রী লাভ করেন এবং অসামান্য কৃতিত্বের জন্য স্বীকৃতি পেয়েছেন।
মাইনুর রহমান পিরোজপুর জেলা শহরের শহীদ ফজলুল হক সড়কের (পাড়েরহাট সড়ক) মরহুমা হাসিনা আক্তার এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ডিএসপি) মরহুম লুৎফর রহমানের কনিষ্ঠ সন্তান। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক।
এলাকাবাসী মাইনুর রহমানের এই সাফল্যে গর্বিত এবং তার ভবিষ্যৎ অর্জনে আরও সাফল্যের আশা প্রকাশ করছেন। তার পদোন্নতি দেশের সামরিক বাহিনীর জন্য এক নতুন সম্ভাবনার সূচনা করবে, যা জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়ক হবে।