ঢাকা:  (১৪ অক্টোবর,২০২৪)সোমবার  পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর চলমান অভিযানে ৩১৮টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে ১৭৪ জনকে।

পুলিশ সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে:
– রিভলবার: ১৯টি
– পিস্তল: ৭৬টি
– রাইফেল: ২২টি
– শটগান: ৩৭টি
– পাইপগান: ৮টি
– শুটারগান: ৪৩টি
– এলজি: ৩১টি
– বন্দুক: ৪৮টি
– একে-৪৭: ১টি
– এসএমজি: ৫টি
– গ্যাসগান: ৪টি
– এয়ারগান: ১০টি
– এসবিবিএল: ১০টি
– টিয়ার গ্যাস লঞ্চার: ২টি
– থ্রি-কোয়াটার: ২টি

উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের কার্যক্রম ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *