পটুয়াখালী প্রতিনিধি: ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান, যিনি জিএস মিজান নামেও পরিচিত, মঙ্গলবার (১৫ অক্টোবর) পটুয়াখালীর মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৩টার দিকে তিনি থানায় আসেন এবং নিজেকে যুবলীগের আহ্বায়ক পরিচয় দেন।
মিজানুর রহমানের বিরুদ্ধে সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর তিনি সাভার ছেড়ে আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে রাত্রি যাপন করেন। গতকাল রাতে তিনি পটুয়াখালীতে ছিলেন এবং আজ দুপুরে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তিনি বুঝতে পারেন যে তাকে অনুসরণ করা হচ্ছে, ফলে তিনি আত্মরক্ষার জন্য থানায় আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।
ওসি তরিকুল ইসলাম বলেন, “আমরা সাভার থানায় যোগাযোগ করে নিশ্চিত হই যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যামামলাও রয়েছে।” মিজানুর রহমানের আত্মসমর্পণের পর তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়। সাভার থানা পুলিশকে দ্রুত এসে তাকে নিজেদের জিম্মায় নিতে বলা হয়েছে। আপাতত তিনি থানা হেফাজতে রয়েছেন।