১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যেখানে উত্তীর্ণ হয়েছেন ৮৩,৮৬৫ জন। এনটিআরসিএ সোমবার (১৪ অক্টোবর,২০২৪) বিকেলে এই ফলাফল ঘোষণা করে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ব্যবস্থাপনায় অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-এর লিখিত পরীক্ষা ১২ জুলাই (স্কুল ও সমপর্যায়) ও ১৩ জুলাই (কলেজ পর্যায়) অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩,৪৮,৬৮০ জন, যার মধ্যে স্কুল ও সমপর্যায়ে ৫৫,৮৯০, স্কুল-২ পর্যায়ে ৫,৩২৩ এবং কলেজ ও সমপর্যায়ে ২২,৬৫২ জন পরীক্ষার্থী ছিলেন।
পরীক্ষার্থীরা নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নম্বর ব্যবহার করে ফলাফল জানতে পারবেন [এখানে] (http://ntrca.teletalk.com.bd/result/) অথবা QR কোড স্ক্যান করে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের SMS-এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে টেলিটক বাংলাদেশ লিঃ থেকে।