ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে অপহৃত ৮ মাসের শিশু সাইফানকে শরীয়তপুর জেলার পালং এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। অপহরণকারী তানজিলা আক্তার পারভীন গ্রেফতার হয়েছে।
গত (১২ অক্টোবর ২০২৪) তারিখে সাকিলা এনাম তার বাসায় তানজিলা আক্তার পারভীনকে আশ্রয় দেন। (১৩ অক্টোবর,২০২৪) সকালে পারভীন সাইফান ও সাকিলার বড় ছেলে আহনাফকে নিয়ে আইসক্রিম কিনতে যায়, কিন্তু এরপর তারা ফিরে আসেনি।
এ ঘটনায় সাকিলা (১৪ অক্টোবর,২০২৪)সোমবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। র্যাব দ্রুত অভিযান চালিয়ে সাইফানকে উদ্ধার করে এবং তানজিলাকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে তানজিলা সাইফানকে অপহরণের কথা স্বীকার করেছে।