ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে (১২ অক্টোবর ২০২৪)শনিবার দিবাগত রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) বিভাগ। (১৩ অক্টোবর ২০২৪)রবিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় শরীফুল ইসলাম তুষার (৩৫), জাকির হোসেন (৩৭) এবং মো: মাসুদুর রহমান (৪৭)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা, প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার ও দুটি আইফোন।
এই ঘটনায় মোহাম্মদপুর থানায় ডাকাতি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।