ঢাকা:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সোমবার (১৪ অক্টোবর,২০২৪) সুপ্রিম কোর্ট বার ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
আইনজীবী ফোরামের নেতারা বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক। অন্যথায়, আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।”
এছাড়া, জুলাই গণহত্যার আসামি শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও করেন তারা। নেতারা অভিযোগ করেন, “এগুলো রাজনৈতিক মামলা এবং শেখ হাসিনার নির্দেশে এসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন। নেতারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান।