২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত সকল খুনিদের বিচার করতে হবে—ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সকল খুনিদের বিচার করতে হবে, তবে অগ্রাধিকারভিত্তিতে সাম্প্রতিক গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে।”

(১৩ অক্টোবর,২০২৪) রোববার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, “শহীদদের তাজা রক্ত এখনো ভাসছে এবং আহতরা কাতরাচ্ছে। সাক্ষী ও আলামত স্পষ্ট। যত দ্রুত সম্ভব ন্যায় বিচার প্রতিষ্ঠা করে শহীদদের সঠিক পাওনা বুঝিয়ে দিতে হবে।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান ও অন্যান্য নেতৃবৃন্দ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “স্বৈরাচারি শাসন কখনো স্থায়ী হয় না। দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।”

সভাপতির বক্তব্যে মুহাম্মাদ সেলিম উদ্দিন উল্লেখ করেন, “দেশকে ফ্যাসীবাদ মুক্ত করতে আমাদেরকে অনেক ত্যাগ ও কোরবানী করতে হয়েছে।”

সম্মেলনে বক্তারা দেশের গণতন্ত্র রক্ষা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *