ঢাকা :(১৩ অক্টোবর ২০২৪) রবিবার গাজীপুর জেলার ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ রস্তুম মিয়া, শহীদ আবদুল্লাহ, শহীদ আরিফুল ইসলাম, শহীদ ইলিম হোসেন এবং আহত আনোয়ারের পরিবারের সাথে সহমর্মিতা জানান সাংবাদিক আতিকুর রহমান রুমন।
বিকাল ৪টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে শহীদ ও আহত পরিবারের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব মোঃ মোকছেদুল মোমিন (মিথুন), ছাত্রদল নেতা শারিফুল ইসলাম ও রুবেল পারভেজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এই উদ্যোগের মাধ্যমে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং গণআন্দোলনের প্রেক্ষাপটে নিহতদের স্মরণ করা হয়।