এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন তিন মার্কিন অর্থনীতিবিদ: ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ. রবিনসন। তারা বিশ্বের বিভিন্ন দেশের গরীব ও ধনী হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন।
সোমবার (১৪ অক্টোবর,২০২৪) বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল মেমোরিয়াল পুরস্কার ঘোষণা করা হয়।
অর্থনীতিতে নোবেল পুরস্কারের ধারণা নিয়ে কিছু বিতর্ক রয়েছে। এটি আনুষ্ঠানিকভাবে ‘সোশ্যাল সায়েন্সে ব্যাংক অব সুইডেন পুরস্কার’ নামে পরিচিত। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এই পুরস্কার প্রবর্তন করে, যা নোবেল পুরস্কারের সঙ্গে সমমর্যাদা পায়।
প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। এ বছর ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্র, ৮ অক্টোবর পদার্থবিদ্যা, ৯ অক্টোবর রসায়ন, ১০ অক্টোবর সাহিত্য, ১১ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার এবং ১৪ অক্টোবর অর্থনীতিতে পুরস্কারজয়ীর নাম প্রকাশের মাধ্যমে শেষ হয় এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা।