ঢাকা: দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল (১৫ অক্টোবর, ২০২৪) মঙ্গলবার সকাল ১১টায় প্রকাশ করা হবে।
ফল ঘোষণা প্রক্রিয়া:
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার জানান, এবার ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বেলা ১১টায় নিজ নিজ বোর্ডের ফল প্রকাশের ঘোষণা দেবেন।
ফল জানতে SMS পদ্ধতি:
শিক্ষার্থীরা ফল জানতে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল নামানোর জন্য ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) ও বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) গিয়ে রেজাল্ট কর্নারে ক্লিক করতে পারবেন। এছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানার জন্য ঐঝঈ লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও ২০২৪ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
পরীক্ষার তথ্য:
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন। সিলেট বোর্ডের পরীক্ষা বন্যার কারণে ৯ জুলাই শুরু হয়। এবারে মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী অংশ নিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও সরকার পতনের প্রেক্ষাপটে সাতটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়, কিন্তু কিছু শিক্ষার্থীদের দাবির মুখে বাকি পরীক্ষা নেওয়া হবে না বলে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়।