ঢাকা : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন আগামী ২৩ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী, (২৩ অক্টোবর,২০২৪) থেকে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানির সাথে চুক্তি সম্পাদন শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধন শেষ না হলে কাঙ্খিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না। দেরিতে নিবন্ধন করলে হজযাত্রীদের দীর্ঘ পথ হাঁটতে হবে, যা তাদের জন্য কষ্টকর হবে।
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য ধর্ম মন্ত্রণালয় ২৩ অক্টোবরের মধ্যে ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।